অ্যাপটেক-এর নতুন কমিটির সভাপতি সাজ্জাক হোসেন শিহাব সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ

আলমগীর হোসেন

অনুষ্ঠিত হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (অ্যাপটেক) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন । শুক্রবার (০৭ এপ্রিল) রাজধানী উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে এ নির্বাচনের আয়োজন করা হয়। অ্যাপটেকের ২২টি পদের প্রতিটিতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন চলাকালীন সময়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম থেকে এগারতম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন। প্রতিটি ভোটারকে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে সতর্কতার সাথে ভোট দিতে দেখা গেছে।

২০২৩-২০২৪ মেয়াদের নতুন কমিটির সভাপতি সাজ্জাক হোসেন শিহাব ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ

অ্যালামনাইয়ের ভোটারগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এ সংগঠন আমাদের প্রাণের সংগঠন। আশা করি নির্বাচিত কমিটি এ সংগঠনকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে। নির্বাচনে সাজ্জাক হোসেন শিহাব সভাপতি ও তৌফিক আহমেদ সম্পাদক নির্বাচিত হন। উক্ত কমিটি ২০২৩-২০২৪ মেয়াদে ২ বছর দায়িত্ব পালন করবেন।

অ্যাপটেকের নতুন কার্যনির্বাহী কমিটি

প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন প্রার্থীকে আচরণবিধি লংঘন করতে দেখা যায়নি। প্রত্যেক প্রার্থী এই নির্বাচনে আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। প্রত্যেক ভোটার সুশৃঙ্খলভাবে তাদের ভোটারাধিকার প্রয়োগ করেছেন। এমন সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য তিনি প্রার্থী, ভোটার, শিক্ষক, অতিথি, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নব-গঠিত কমিটির অন্যান্য সদস্যদের শপথ পাঠ করাচ্ছেন নব-নির্বাচিত সভাপতি সাজ্জাক হোসেন শিহাব

নব-নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার সাজ্জাক হোসেন শিহাব উচ্ছ্বসিত কণ্ঠে প্রতিক্রিয়া করতে গিয়ে বলেন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-গৌরব ও ঐতিহ্যের  শত বছর পেরুনো এক বিদ্যাপীঠের নাম। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এদেশের বস্ত্র-প্রকৌশল শিক্ষার বাতিঘর। আমি এমন একটি প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আমাদের ওপর আপনাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। আমরা বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, আমরা ভালো কিছু করতে চাই। আমরা সেই গল্প কাজের মাধ্যমে দ্রুতই আপনাদেরকে বলব। আমাদের পাশে থাকুন। এছাড়া নির্বাচনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s